B.A & B.Sc & B.Com 1sr Semester 2021 এর নতুন ছাত্র-ছাত্রীদের Registration Form Fillup সংক্রান্ত Notice
27 Oct, 2021
এতদ্বারা B.A & B.Sc & B.Com Semester - I , 2021 (Under CBCS System) এর সকল নতুন ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, Calcutta University Online Registration Form Filling আগামী 01/11/21 (Monday) থেকে 10/11/21 (Wednesday) পর্যন্ত হবে। (সকল ছাত্র-ছাত্রীদের Registration Form Fillup করতে হবে। যদি কোনো ছাত্র-ছাত্রী আগে C.U Registration Certificate থাকে , তাদেরও আবার Form Fillup করতে হবে। Registration Form Fillup না করলে C.U কোনো Semester এর Examination দেওয়া যাবে না।)
নিম্নলিখিত Step অনুযায়ী নিজের Calcutta University Registration Form Filling - এর কাজ করতে হবে।
Step 1:-- প্রথমে https://vjrc.ac.in/ocms/login.php - এই Link গিয়ে নিজের Date Of Birth & Mobile No দিয়ে Login করে নিজের কলেজ Admission Portal গিয়ে Registration Details Button টি Click করতে হবে। তারপর একটি Form দেখতে পাবে যেখানে তোমার Registration এর জন্য সম্পূর্ণ তথ্য আছে। Formটি ভালো করে Check করতে হবে। (যদি কোনো অসুবিধা থাকে বা পরিবর্তন করতে হয় তাহলে Step 2 Complete করার পর নিচের দিকে Comment Box - এ নিজের সমস্যাগুলো লিখে শুধুমাত্র Save Button Click করতে হবে। যদি সবকিছু ঠিক থাকে কোনো সমস্যা না থাকে তাহলে Comment Box - এ কিছু লিখতে হবে না।)
Step 2:-- Registration Form এর তথ্যগুলো ভালো করে Check করার পর Portal এর প্রয়োজনীয় Documents সঠিকভাবে Upload করতে হবে। Document ভুল থাকলে Registration Verification - এ সমস্যা হবে। [ 1) প্রথমে একটি সুন্দর পরিস্কার Colour Passport Size এর Photo নির্দিষ্ট Size অনুযায়ী Scan করে Upload করতে হবে। 2) তারপরে একটি সাদা কাগজে Black Ink Pen দিয়ে Full Signature করে নির্দিষ্ট Size অনুযায়ী Scan করে Upload করতে হবে। 3) Higher Secondary Original Marksheet নির্দিষ্ট Size অনুযায়ী Scan করে Upload করতে হবে। Marksheet এর ছবি তুলে বা Xerox Copy বা Net Copy Upload করা যাবে না। শুধুমাত্র Original Marksheet পরিষ্কার Scan করে Jpeg/jpg Format তুলতে হবে , Pdf Format চলবে না। Marksheet Scan করার সময় পাশে যেনো অনান্য কোনো কিছুর ছবি চলে না আসে। 4) Age Proof হিসাবে শুধুমাত্র নিজের Madhyamik এর Original Admit Card নির্দিষ্ট Size অনুযায়ী Scan করে Upload করতে হবে। অন্য কোনো Document বা Admit Card এর ছবি তুলে বা Xerox Copy বা Net Copy Upload করা যাবে না। শুধুমাত্র Original Madhyamik Admit Card পরিষ্কার Scan করে Jpeg/jpg Format তুলতে হবে , Pdf Format চলবে না। Admit Card Scan করার সময় পাশে যেনো অনান্য কোনো কিছুর ছবি চলে না আসে। 5) উপরের Document গুলো ছাড়া যদি কোনো ছাত্র-ছাত্রীদের অন্য কোনো Document Registration Portal থাকে তাহলে সেই Document গুলো একইভাবে Original Copy নির্দিষ্ট Size অনুযায়ী Scan করে Upload করতে হবে। Document গুলোর ছবি তুলে বা Xerox Copy বা Net Copy Upload করা যাবে না।]
বিঃদ্রঃ :-- সবকিছু ঠিক করার পর Save Button Click করার পরে পুনরায় নিজের তথ্য গুলো দেখে নিয়ে তারপরে Final Submit Button Click করতে হবে। Final Submit Button Click না করা পর্যন্ত নিজের Registration Formটি সম্পূর্ন হিসেবে গণ্য করা হবে না। (Final Submit Button Click করার পর অবশ্যই Registration Formটি 2 Copy Printout নিজের কাছে করে রাখতে হবে। Registration Form এর Screenshot করা যাবে না। Registration Form 2 Copy Printout সাবধানে নিজের কাছে রাখতে হবে এই মুহূর্তে কলেজ অফিসে জমা করতে হবে না।)
Quote
Education is not preparation for life, education is life itself.